Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাদ্য উৎপাদন

সুবিল ইউনিয়নের  উৎপাদিত শস্যের মধ্যে উল্লেখযোগ্য শস্য হচ্ছে ধান। ধানের পরেই পাটের স্থান। এরপরে যেসব কৃষিজাত দ্রব্যের নাম করতে হয় সেগুলো হচ্ছে মাসকলাই, মটর, ছোলা ইত্যাদি ডাল জাতীয় শস্য। তৈল বীজের মধ্যে রয়েছে  সরিষা ও তিল।  কাউন, চিনা, ধুন্দা, গম, যব জাতীয় খাদ্য শস্য  উৎপন্ন হয়। এখানকার উল্লেখযোগ্য ফল হচ্ছে ফুটি (বাঙ্গি), তরমুজ, ক্ষীরা ইত্যাদি। এছাড়াও এ জেলায় আম, জাম,কাঁঠাল, পেয়ারা, নারিকেল, সুপারি, তাল, খেজুর, জাম্বুরা (বাতাবি লেবু), লেবু, তেঁতুল, কামরাঙ্গা, জলপাই, বেল, ডালিম, আতা ইত্যাদি ফলও প্রচুর পরিমানে উৎপন্ন হয়। মরিচ, পেঁয়াজ, রসুন, ধনে, আদা ইত্যাদি মসলা জাতীয় শস্য, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, উচ্ছে, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, শিম, বরবটি, কাকরল, ঢেড়শ, গোল আলু, বেগুন, টমেটো ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি সবজি প্রচুর পরিমানে উৎপাদিত হয়।

 

সিটিজেন চার্টার

 

১। কৃষক/উদপাদকের নিকট থেকে খাদ্য শস্য সংগ্রহ করা, সরকারের আপদকালীন মজুদ গড়ে তোলা।

২। কৃষক/ উদপাদকের উদপাদিত খাদ্য শস্যের ন্যায্য মূল্য পাওয়া নিশ্চিত করা।

৩। খোলা বাজারে সরকারী ন্যায্য মূল্যে জনগনের মাধ্যমে খাদ্য শস্য বিক্রি করা।

৪। ফেয়ার প্রাইজের কার্ডের মাধ্যমে হত দরিদ্র জনগনের মধ্যে সুলভ মূল্যে ডিলারের মাধ্যমে চাল ও গম বিক্রি করা।

৫। ভিজিডি/ভিজিএফ এর মাধ্যমে দু:স্থ মাতা ও হত দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে চাল/গম বিলি বিতরণ করা।

৬। জিআর খাতে প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণি ঝড়, বন্যা, অগ্নিকান্ড ইত্যাদির কারনে ক্ষতি গ্রস্থ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সরকারী সাহায্য হিসাবে খাদ্য শস্য ও অন্যাণ্য ত্রান সামগ্রি বিলি

    বিতরন করা।

৭। টি আর খাতে রাস্তা ঘাট, মসজিদ, মন্দির, কবরস্থান, স্কুল, কলেজ, ইদগাহ মাঠ, খেলার মাঠ ইত্যাদি সংস্কারের জন্য সরকারের আদেশক্রমে সহায়তা প্রদান করা।

৮। কাবিখা খাতে স্থানীয় রাস্তা ঘাট উন্নয়ন/ সংস্কার সরকারের আদেশক্রমে সহায়তা করা।

৯। জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য সেবা করা।

লক্ষ্য  (Vision) :খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নিদের্শনা মোতাবেক নিম্ন বর্ণিত কার্য সম্পাদন করা হইয়া থাকে।

 

 

০১

কাবিকা / টি,আর / জি, আর / ভিজিডি / ভিজিএফ ইত্যাদি বিভিন্ন খাতের চাল /  গমের চাহিদা পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে প্রাপ্তি স্বাপেক্ষ অত্র কার্যালয় হতে ডেলিভারীর আদেশ ( ডিও ) ইস্যূ করা হয় এবং প্রকৃত ডিও ধারীগণ তাহা গ্রহণপূর্বক ০৬ (ছয়) ঘন্টার মধ্যে গুদাম হতে চাল/গম বুঝে নিতে পারবেন।

০২

চালকল মালিকগণ মিলিং লাইসেন্স FG লাইসেন্স এর জন্য সরকারী  নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় কাগজ পত্র সহ আবেদন দাখিল করার পর তদমত্ম স্বাপেক্ষ লাইসেন্স গ্রহণ করতে পারবেন।

০৩

ওএমএস কার্যক্রম ৪র্থ শ্রেণী ফেয়ার পস্নাইস, হত দরিদ্র ফেয়ার প্রাইস বাসত্মবায়ন কল্পে সরকারী আদেশানুযায়ী ডিলার নিয়োগ করা সহ ট্রেজারী চালান মূলে সরকারী অর্থ জমা করে ডিলারগণের অনুকুলে ডিও জারী করা হয়।

০৪

তাছাড়া উদ্ধর্তন কতৃপক্ষ  কতৃক সময়ে সময়ে জারীকৃত যে কোন আদেশ বাসত্মবায়ন ও তদানুযায়ী সেবা প্রদান করা হয়।