আবহমান বাংলার ঐতিহ্যবাহি নদী যমুনা বক্ষে অবস্থিত আমাদের এই ঐতিহ্যবাহী ৪নং দৌলতপুর ইউনিয়ন । কালের পরিক্রমায় তিল তিল করে গড়ে উঠা তাঁত সমৃদ্ধ অঞ্চল হিসাবে আজ দেশ ব্যাপি সু-খ্যতি অর্জন করেছে। আমাদের এই বৃহৎ ইউনিয়নটি শিক্ষা,শিল্প,সংস্কৃতি ও খেলাধুলার ক্ষেত্রে গুরুত্বপুর্ণ অবদান রাখছে।
ক) নাম –৪নং দৌলতপুরইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ২২.৩৬ (বর্গ কিঃ মিঃ)( ৫৫২৫ একর)।
গ) লোকসংখ্যা – ৮৭,৮৮১জন (প্রায়) (২০০১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ২২টি।
ঙ) মৌজার সংখ্যা – ১২টি।
চ) হাট/বাজার সংখ্যা -৬টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৬২.০৫%।
ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ২৫টি,
ট) উচ্চ বিদ্যালয়ঃ ৪টি,
ঠ) কলেজ– ১টি
ড) আলিম/ফাজিল মাদ্রাসা ৩টি
ঢ) মসজিদের সংখ্যা ১০৩ টি
ন) মন্দিরের সংখ্যা ১১টি
ত) গির্জা ১টি
থ) ব্যাংক ২টি
দ) তহসিল অফিস ১টি
ধ) পরিবার পরিকল্পনা কেন্দ্র সংখ্যা ১টি
ণ) ডাকঘরের সংখ্যা ৪টি
প) সিনেমা হল ২টি
ফ) প্রতি বর্গ কি: মি: জনসংখ্যা ৩৮১১ জন
ব) কমিউনিটি ক্লিনিক ১২টি
ভ) মোট পরিবারের সংখ্যা ১৬৪৯৪ টি (২০০১ এর আদমশুমারি অনুযায়ী)
দায়িত্বরত চেয়ারম্যান –মোঃ আশিকুর রহমান লাজুক বিশ্বাস
গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৩টি।
ঐতিহাসিক/পর্যটন স্থান –নাই।
ইউপি ভবন স্থাপন কাল –১৫/১১/২০০৪ইং।
নব গঠিত পরিষদের বিবরণ–
১) শপথ গ্রহণের তারিখ – ২৩/০৭/২০১৬ইং
২) প্রথম সভার তারিখ –২৪/০৭/২০১৬ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিখ–২২/০৭/২০২১ইং
ম) গ্রাম সমূহের নাম –
আজগড়া বওড়া ভাঙ্গাবাড়ী
বারুপুর দৌলতপুর পেস্তক খুকনি
ধুলগাগড়াখালী গোপালপুর গোপরেখী
জামতৈল ক্ষিদ্রগোপরেখী মামুদপুর
শালদাইড় শোলাকুড়া মেঘুল্লা
তেঁয়াশিয়া কান্দাপাড়া মাধবপুর
গোপালপুর মন্ডলপাড়া চর নবীপুর বিন্দাকান্দী
চর ধুল
য) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য –১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব –১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস